যুক্তরাজ্য থেকে সিলেটে আসা এক দম্পতিকে হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হয়ে তারা সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। পরে বিমানবন্দর থেকেই তাদেরকে নিয়ে যাওয়া হয় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনে।
জানা গেছে, ষাটোর্ধ্ব বয়সী ওই দম্পতির শরীরের তাপমাত্রা বেশি ছিল। বিমানবন্দরে তাদের বেশি তাপমাত্রার বিষয়টি ধরা পড়লে সেখান থেকে তাদেরকে হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ওই ফ্লাইটে আসা আরও ২৯ জন যাত্রীকেও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন