প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক আদেশ অনুযায়ী গাজীপুরের কালিয়াকৈ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২০০ শত মাস্ক, লিফলেট, হ্যান্ডস্যানিটাইজার ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগ নেতা এস এম জুবায়ের হিমেলের নেতৃত্বে এবং গাজীপুর জেলার নেতৃবৃন্দেরে সহযোগিতায় কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে এসব বিতরণ করেন।
এ সময় করোনাভাইরাস মোকাবিলায় জণসাধারণকে আতঙ্কিত না হয়ে বাহিরে না যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়। এছাড়াও তিনি করোনা সর্তকতায় সরকারের বিভিন্ন বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম