বিশ্ব আজ করোনাভাইরাসে আতঙ্কিত। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল! করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বে চতুর্থ অবস্থানে স্পেন।
স্পেনে বাংলাদেশি বৈধ এবং অবৈধদের সংখ্যা প্রায় ৩০,০০০। করোনায় স্পেনে আক্রান্ত হয়েছেন ৫৬,১৮৮ এবং মারা গেছেন ৪০৮৯ জন। এর মধ্যে ৩২ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। মাদ্রিদে ২৭ জন এবং বার্সেলোনায় ৫ জন বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।
এদিকে, আজ বৃহস্পতিবার মাদ্রিদে করোনা আক্রান্ত আবুল হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত