২৮ মার্চ, ২০২০ ১২:৫০

সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ২৮২, ছাড়পত্র পেয়েছে ২৭৫ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ২৮২, ছাড়পত্র পেয়েছে ২৭৫ জন

সিরাজগঞ্জে নতুন করে ৩১ জনসহ ২৮২ জন বিদেশফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছে। গত ৪ দিনে হোম কোয়ারেন্টাইনে থাকা ২৭৫জন প্রবাসীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, শনিবার সকাল পর্যন্ত জেলায় সর্বমোট ৫৫৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে ১৪ দিন শেষ হওয়ায় ৪ দিনে কোয়ারেন্টাইনে থাকা ২৭৫ জন প্রবাসীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ-খবর রাখা হচ্ছে। যারা কোয়ারেন্টাইন মেনে চলবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে করোনা মনিটরিং সেল। সেখান থেকে জনগণকে ২৪ ঘণ্টা সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর