৩১ মার্চ, ২০২০ ১৬:১৩

করোনা মোকাবেলায় যোগীর তহবিলে অর্থ দিচ্ছেন মাদরাসা শিক্ষকরা

অনলাইন ডেস্ক

করোনা মোকাবেলায় যোগীর তহবিলে অর্থ দিচ্ছেন মাদরাসা শিক্ষকরা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৭১২ জন। মারা গেছেন ৩৭ হাজার ৮১৪ জন। ভারতেও থাবা বসিয়েছে এই ভাইরাস। ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটিতে লকডাউন চলছে। 

এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের সহায়তার জন্য ত্রাণ তহবিল খুলেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার সেই তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন মাদরাসা শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরাও। তাদের একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন। 

উত্তরপ্রদেশের মাদরাসা শিক্ষকদের সংগঠনের সাধারণ সম্পাদক দিওয়ান সাহেব জামান বলেন, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে সারাদেশ লড়াই করছে। এই পরিস্থিতিতে সরকারের পাশে রয়েছে মাদরাসা শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। 

তিনি আরও জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানোর লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রীর তহবিলে এই অর্থ দেওয়া হবে। মার্চ মাসের বেতন থেকে সেই তহবিল উত্তোলন করা হবে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর