৩১ মার্চ, ২০২০ ১৮:৫৬

যুক্তরাষ্ট্রে আরও ৩৭০ মৃত্যুু, দেড় লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে আরও ৩৭০ মৃত্যুু, দেড় লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা

চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে এ ভাইরাস বিশ্বের অন্তত ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে। 

এদিকে, প্রতিদিন যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত একদিনে নতুন করে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ১৭৫ জনের। 

করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৪৩৫ জন রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। এছাড়াও ৫ হাজার ৫০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর