৩১ মার্চ, ২০২০ ২০:৫৭

যুক্তরাজ্যে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৩৬৭ জন

অনলাইন প্রতিবেদক

যুক্তরাজ্যে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৩৬৭ জন

গেল বছরের চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এ ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে। 

করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। বিশেষ করে করোনায় খুবই নাজুক অব্স্থা ইউরোপের দেশ গুলো। এর মধ্যে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১,৫৯১ জন এবং স্পেনে ৮,১৮৯। 

এবার এই মৃত্যু মিছিলে যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় যোগ হয়েছে ৩৬৭ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেল ১৮০৮ জনের। এছাড়াও আক্রান্ত হয়েছেন ২২,১৪১ জন। ১৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯,৪৬৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮,০৫,৩৭৭ জন। এছাড়াও ১,৭২,৪৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর