ভোলা সদর হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে দুইজন ভর্তি থাকা রোগীর মধ্যে একজন পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ব্যক্তি জয়পুরহাট জেলার বাসিন্দা।
মঙ্গলবার রাতে তিনি জ্বর কাশি নিয়ে ভর্তি হন। আজ বুধবার দুপুর ১টা পর থেকে তাকে হাসপাতালে আর খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে বর্তমানে একজন ভর্তি রয়েছেন। তিনি ভোলার সদর উপজেলার রাজাপুরের বাসিন্দা।
ভোলার সিভিল সার্জেন রতন কুমার ঢালী রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, মঙ্গলবার রাতে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তির থাকা জয়পুরহাট জেলার বাসিন্দাকে আজ দুপুরের পর থেকে ওই ইউনিট ও তার আশপাশে খোঁজা খোঁজি করে পাওয়া যায়নি। আজ তার নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানোর কথা ছিলো। তাকে খোঁজার জন্য পুলিশকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার