১ এপ্রিল, ২০২০ ২২:১৯

কর্মহীন মানুষের বাড়িতে উপহার হিসেবে গেল খাদ্য সামগ্রী

পিরোজপুর প্রতিনিধি :

কর্মহীন মানুষের বাড়িতে উপহার হিসেবে গেল খাদ্য সামগ্রী

রিলিফ বা ত্রাণ সামগ্রী নয়। পিরোজপুরে করোনাভাইরাস প্রতিরোধ কর্মসূচিতে ঘরে থাকা শ্রমজীবী মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন স্থানীয় দৈনিক গ্রামের সমাজ পত্রিকার সম্পাদক মসিউর রহমান মহারাজ। বুধবার তার ব্যক্তিগত উদ্যোগে পিরোজপুর জেলা শহরের বিভিন্ন এলাকার কর্মহীন শ্রমজীবী মানুষের বাড়িতে এ সব সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পিয়াজ, আলু, তেল ও লবণ। এ বিষয়ে মসিউর রহমান মহারাজ বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে ঘরে থাকা কর্মহীন বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়াঁনোর লক্ষ্যেই এ ক্ষুদ্র প্রয়াস। তাই খেটে খাওয়া এসব মানুষদের ত্রাণ, রিলিফ বা এ ধরনের কোন নামে খাদ্যসামগ্রী দেওয়া শোভনীয় দেখায় না।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর