করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের শনাক্ত করতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে ‘পিসিআর’ ল্যাব বুধবার থেকে চালু হয়েছে। শুরুর দিনই চার জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ।
তিনি জানান, চারজনের মধ্যে একজন টাঙ্গাইল জেলার মধুপুরে জ্বর-সর্দি ও কাঁশি নিয়ে মারা যাওয়া রোগী, দুইজন এসকে হাসপাতালের রোগী এবং অপর একজনের নমুনা সংগ্রহ করা হয় কিশোরগঞ্জ জেলা সদর থেকে। বৃহস্পতিবার রিপোর্টের ফলাফল ঢাকা আইইডিসিআর এর মাধ্যমে জানানো হবে।
এদিকে ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো ৫১ জনসহ এক হাজার ৩৮৪ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। আরো ৮০ জনসহ এ পর্যন্ত মোট এক হাজার ১৫১ জন ছাড়পত্র নিয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।
বিডি প্রতিদিন/এ মজুমদার