কভিড-১৯ করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের গ্রান্ড কানিয়ন ন্যাশনাল পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় এক প্রেস রিলিজে এ ঘোষণা দেওয়া হয়।
আরিজোনার কোকোনিনো কাউন্টির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার অনুরোধে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যেও খুব সীমিত পরিসরে চলছিল পার্কটির কার্যক্রম। এবার তাও বন্ধ করে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে দিন দিন আরও আগ্রাসী রূপ ধারণ করছে করোনাভাইরাস। দেশটির ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের শঙ্কা, করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যেতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা