৫ এপ্রিল, ২০২০ ২০:৪৬

শ্রীমঙ্গলে করোনা সন্দেহে ১২ জনের নমুনা সংগ্রহ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গলে করোনা সন্দেহে ১২ জনের নমুনা সংগ্রহ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আজ রবিবার করোনা ভাইরাস সন্দেহে ১২ জনের রক্তর নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, একজন মেডেক্যাল এসেষ্ট্যান্ড ও দুইজন নার্স রয়েছেন। আর অন্য আটজনের বাসা শহরতলীর মুসলিমবাগ এলাকার। নমুনা মৌলভীবাজার সিভিল সার্জন অফিসে পাঠানো হবে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভাইসার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন,‘গত শনিবার মুসলিমবাগ এলাকা থেকে স্বাসকষ্টের এক কিশোরীকে আমাদের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহম্মেদ হাসপাতালে পাঠাই। তাই আজ ওই কিশোরীকে চিকিৎসাকারী ডাক্তার, নার্স, কিশোররির পরিবারের সদস্য ও প্রতিবেশী কয়েকজনের রক্তের নমুনা পাঠানো হচ্ছে।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘গত শনিবার মুসলিম বাগ এলাকা থেকে এক কিশোরীকে সিলেট পাঠিয়েছিলাম। আজ ঢাকা থেকে আমাদেরকে রক্তের নমুনা নেয়ার জন্য বলেছে। তাই আমরা ওই সন্দেহজনক রোগীর আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও তাকে চিকিৎসাকারী ডাকার ও নার্সদের রক্তের নমুনা সংগ্রহ করে পাঠাচ্ছি।’

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, ‘রক্তের নমুনা গুলো আমি ঢাকায় পাঠিয়ে দেব।’  

বিডি প্রতিদিন/এ মজুমদার 

সর্বশেষ খবর