কুড়িগ্রামে গণজমায়েত করে স্ত্রীর কুলখানির অনুষ্ঠান করার দায়ে স্বামী নজির হোসেনকে আটক করা হয়েছে। এসময় তার ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, রবিবার উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কেবল কৃষ্ণ গ্রামের নজির হোসেন তার স্ত্রীর কুলখানিতে দুই শতাধিক লোককে আমন্ত্রণ জানিয়ে আয়োজন করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন পুলিশ সাথে নিয়ে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, নজির হোসেনের স্ত্রী হালিমা বেগম (৫০) গত বুধবার মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার