৬ এপ্রিল, ২০২০ ০৯:৩৮

করোনাভাইরাস: ইতালিতে মৃতের সংখ্যা কমার রেকর্ড

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: ইতালিতে মৃতের সংখ্যা কমার রেকর্ড

বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। তবে হুহু করে বাড়তে থাকা ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃতের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় ইতালিতে গত ২ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মানুষ মারা গেছেন।

ইতালিতে রবিবার ৫২৫ জন করোনাভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত রোগী মারা গেছেন। গত দুই সপ্তাতে এটিই সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।

ইতালির জনস্বাস্থ্য বিভাগের প্রধান সিলভিও ব্রুসাফেরো বলেন, লকডাউনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা কাজে দিয়েছে।

উল্লেখ্য, এখনও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি। এ পর্যন্ত দেশটিতে ১৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর