৮ এপ্রিল, ২০২০ ০৬:০০

স্বেচ্ছায় লকডাউনে মুন্সীগঞ্জের বিভিন্ন থানার বিভিন্ন গ্রাম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

স্বেচ্ছায় লকডাউনে মুন্সীগঞ্জের বিভিন্ন থানার বিভিন্ন গ্রাম

মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রাম এলাকার সড়কগুলি এলাকাবাসির নিজ উদ্যোগে মঙ্গলবার দুপুরের পর থেকেই লকডাউনে চলে গেছে। জেলার উপর দিয়ে গুরুত্বপূর্ণ দু'টি মহাসড়ক ঢাকা-মাওয়া ও ঢাকা চট্রগ্রাম মহাসড়ক সচল থাকলেও গুরুত্ব বিবেচনায় জেলাটি লকডাউন করে নাই বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে অপরিচিত কেউ এলাকায় ঢুকছে কিনা সেদিকে কড়া নজরে রাখছে প্রশাসন। 

এদিকে, জেলার প্রতিটি উপজেলা ভিভিন্ন গ্রাম মহল্লায় থাকা সড়কগুলিকে স্থানীয় জনসাধারন নিজ উদ্যোগে গাছ কেটে রাস্তায় ফেলে কোথাও বাশ দিয়ে অটকিয়ে নিজেরাই লকডাউনে চলে গেছে। জেলা সদরের কাটাখালি, শীলমন্দি, বাকেশ্বরসহ বিভিন্ন গ্রাম এরপর গজারিয়ার ইমামপুর ঠেঙ্গারচরসহ ভিন্ন গ্রামে এ অবস্থা দেখা গেছে। এখানকার মানুষের কথা যে যেখানে আছে তারা সেখানেই থাকুক করোনা মহামারি যেহেতু ছোঁয়াচে তাই নতুন কাউকে আর এলাকায় প্রবেশ করতে দেওয়া হবেনা। 

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর