৯ এপ্রিল, ২০২০ ০৯:৪১

১৫ লাখ ছাড়াল করোনায় আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক

১৫ লাখ ছাড়াল করোনায় আক্রান্তের সংখ্যা

করোনাভাইরাসে সারা বিশ্বে ১৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৮৮ হাজারেরও বেশি । সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার মানুষ।

আক্রান্তের দিক দিয়ে সবার উপরে অবস্থান এখন যুক্তরাষ্ট্রের; দেশটির সোয়া ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। এছাড়া প্রায় ১৮ হাজার মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি ইতালিতে।
আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারেকাছে কোনো দেশ নেই। দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজারের বেশি। ইতালিতে ১ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই। এছাড়া ১ লাখ ১২ হাজার এবং ১ লাখ ১৩ হাজার আক্রান্ত হয়েছে যথাক্রমে জার্মানি এবং ফ্রান্সে।

করোনাভাইরাসে ১০ হাজারের বেশি মৃত্যু হয়েছে চারটি দেশে। ইতালিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯ জন। এছাড়া যুক্তরাষ্ট্র ও স্পেনে মৃতের সংখ্যা যথাক্রমে ১৪ হাজার ৭৮৮ এবং ১৪ হাজার ৭৯২ জন। এদিকে ফ্রান্সে মারা গেছে ১০ হাজার ৮৮৯ জন। যুক্তরাজ্যে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৯৭ জনের।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর