প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে সৈয়দ মোহাম্মদ রশিদ মুন্না (৪৪) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক সময় বুধবার ভোর ৬টায় জ্যামাইকার কুইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মুন্না হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার কালাইনজোড়া গ্রামের সৈয়দ বাড়ির সন্তান। মুন্নার পিতা মরহুম সৈয়দ আব্দুল মালেক ছিলেন নৌবাহিনীর একজন কর্মকর্তা । বর্তমানে এই পরিবারটি হবিগঞ্জ শহরে মাহমুদাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা।
সিটির ওজন পার্কের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ রশিদ মুন্না মুত্যুকালে স্ত্রী, ৫ বছরের পুত্র সন্তান এবং ১০ বছরে কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে জ্বর-কাশিতে আক্রান্ত হন মুন্না। এসব উপসর্গের পরিপ্রেক্ষিতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরই মধ্যে মুন্নার শারীরিক অবস্থার অবনতি হলে ১৩/১৪ দিন আগে তাকে জ্যামাইকার কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তিনি করোনার সাথে লড়াই করেছেন। কিন্তু চিকিৎসকরা তাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি।
মুন্না হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী কুটির ভাগিনা।
উল্লেখ্য, মরহুম সৈয়দ মোহাম্মদ রশিদ মুন্না দৈনিক বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের আপন ফুফাত বোনের ছেলে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন