শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমনকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রবিবার রাতে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয় ইকবাল হোসেন সুমনকে।
ইকবাল হোসেন সুমন গত কয়েকদিন যাবৎ জ্বর-শরীর ব্যথায় ভুগছিলেন। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগে প্রেরণ করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মেয়র ইকবাল হোসেন সুমন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    .jpg) 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        