খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সহধর্মিণী ও মানবিকাধিকার সংগঠক অ্যাডভোকেট সাবিহা খাতুনের করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। আজ মঙ্গলবার বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা উপসর্গ জ্বর, সর্দি হলে গত ৪ জুন খুলনা মেডিকেল কলেজ ল্যাবে সাবিহার নমুনা পরীক্ষা করা হয়। পরে গত ৮ জুন বিকালে রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। তবে বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং জ্বর, সর্দি নেই। এদিকে স্বাস্থ্যবিধি অনুযায়ী নজরুল ইসলাম মঞ্জু এবং তাদের দুই ছেলে-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক