দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের করোনা শনাক্ত হয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬১৩ জন। এর মধ্যে পুরুষ ৪৩৫ জন। নারী ১৫০ জন ও শিশু ২৮ জন রয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করে জানান, আরও ১২ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে তিন জন, বিরামপুরে পাচঁজন, পার্বতীপুরে একজন, বীরগঞ্জে একজন ও চিরিরবন্দরে দুইজন। বর্তমানে হোম আইসোলেশনে ২৪৩ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১০ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেন ১২ জন।
জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কেয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৬৫ জন এবং বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ২৩৬৩ জন আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৫ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার