কুমিল্লা সিটি করপোরেশনে ২৩ জনসহ কুমিল্লায় বুধবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের। সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ১৩৪ জনের। এখন পর্যন্ত ফল এসেছে ১৮ হাজার ১৩৭টি নমুনার।
সিটি করপোরেশন ছাড়াও করোনায় আক্রান্ত অন্যদের মধ্যে রয়েছেন আদর্শ সদর উপজেলার দুইজন, বরুড়ার তিনজন, সদর দক্ষিণের দুইজন, লাকসামের তিনজন, নাঙ্গলকোটের দুইজন, লালমাইয়ের একজন, চান্দিনার ১৩জন, মনোহরগঞ্জের দুইজন, হোমনার দুইজন, তিতাসের একজন, দাউদকান্দির দুইজন ও দেবিদ্বারের ছয়জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫৬২ জনের। নতুন করে কুমিল্লা সিটি করপোরেশনে ৪৫ জন ও নাঙ্গলকোটে ১৫জনসহ মোট সুস্থ হয়েছেন ৭৯ জন। নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। করোনায় আত্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ১০০জন মারা যান।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার