১ জুলাই, ২০২০ ২১:১১

শ্রীমঙ্গলে পুলিশ সদস্যসহ আরও ছয় জন করোনায় আক্রান্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে পুলিশ সদস্যসহ আরও ছয় জন করোনায় আক্রান্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের মোয়াজ্জিন ও এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে একজন শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ সদস্য (৩৮)। তিনি শহরের আফতার আলী সড়কে ভাড়া বাসায় থাকেন। শ্রীমঙ্গল থানা জামে মসজিদের একজন মোয়াজ্জিন (৩৩)। তার বাসা শহরের গুহ সড়কে। এছাড়া বিরাইমপুর এলাকায় একজন ৭৪ বছর বয়সী নারী। উত্তর ভাড়াউড়া এলাকায় একজন (৪০), সিন্দুরখাঁন ইউনিয়নে একজন (২৭) ও শংকরসেনা গ্রামে একজন (৩৯)। এই ছয় জন নিয়ে মোট আক্রান্তের  সংখ্যা ৫৯ জন। তাদের মধ্য ৪৯ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ২ জন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএচইএফপিও ডা. মো. সাজ্জাদ হেসেন চৌধুরী জানান, বুধবার ঢাকা ল্যাব থেকে এই ছয় জনের নমুনা পরীক্ষার রির্পোট পজেটিভ এসেছে। গত ২২ জুন তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। করোনা পজেটিভ আসা সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে জ্বর, সর্দি-কাশি রয়েছে। বাকিরা সুস্থ আছেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর