১ জুলাই, ২০২০ ২১:৪৬

সুনামগঞ্জে হাজার ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা

সিলেট ব্যুরো

সুনামগঞ্জে হাজার ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা

প্রতীকী ছবি

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় করোনাক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে আরো ২৭ করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই সুনামগঞ্জের। বাকি দুজন সিলেটের। আজ বুধবার ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে সিলেট জেলার নমুনা ছিল ৪৭টি। বাকিগুলো সুনামগঞ্জ জেলার।

তিনি জানান, নমুনা পরীক্ষায় ২৭ জন করোনাক্রান্ত শনাক্ত হন। তন্মধ্যে সুনামগঞ্জের ২৫ জন, সিলেটের ২ জন।

এদিকে, আজ হবিগঞ্জ জেলায় ১১৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭০ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

সব মিলিয়ে সিলেট বিভাগে শনাক্তকৃত রোগীর সংখ্যা এখন ৪ হাজার ৮২৮ জন।

তন্মধ্যে সিলেট জেলায় ২৫৫২ জন, সুনামগঞ্জে ১০১৫, হবিগঞ্জ জেলায় ৭২২ জন এবং মৌলভীবাজার জেলায় ৫৩৯ জন রোগী রয়েছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর