২ জুলাই, ২০২০ ১৫:৪৬

রাজশাহীতে করোনা উপসর্গে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে করোনা উপসর্গে দুই জনের মৃত্যু
রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ফখরুল ইসলাম ও রামপদ নামের দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বুধবার রাত সাড়ে ১১টার দিকে রামপদের মৃত্যু হয়।  
 
রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক এমেরিটাস ড. ফখরুল ইসলাম (৮৫) করোনা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় হাসপাতালের ৩০ নম্বর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অধ্যাপক ড. ফখরুল রাজশাহী নগরীর কাজীহাটা এলকায় বাসিন্দা।
 
করোনার উপসর্গ নিয়ে রামপদ (৬০) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। তার বাবার নাম মৃত রাসুপদ। বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টার দিকে তিনি মারা যান। করোনার উপসর্গ থাকায় বুধবার বিকেলে তাকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর