৬ জুলাই, ২০২০ ১৮:১৬

কুমিল্লায় আরও ১১৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় আরও ১১৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় সোমবার ৪১৮টি নমুনার রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ২০ হাজার ৩৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল এসেছে ১৯হাজার ৭৮০টি নমুনার। জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ২৫ জনের। 

সোমবার কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১১জন,লাকসামে নয়জন,মনোহরগঞ্জে ১৩জন,দাউদকান্দিতে ছয়জন,বুড়িচংয়ে দুইজন,লালমাই পাঁচজন,আদর্শ সদরে দুইজন,ব্রাক্ষণপাড়ায় একজন,চান্দিনায় তিনজন,হোমনায় ১৩জন,দেবিদ্বার সাতজন, তিতাসে ছয়জন, চৌদ্দগ্রামে ১৮জন,বরুড়ায় ১০ জন ও সদর দক্ষিণে আটজনের করোনা শনাক্ত হয়েছে।  
এদিকে সোমবার কুমিল্লা নগরীতে ২৯জন, সদর দক্ষিণে একজন,বুড়িচংয়ে ছয়জন,চৌদ্দগ্রামে তিনজন,চান্দিনায় ১০জন ও বরুড়ায় ২৩জনসহ ৭২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা  এক হাজার ৮৩৪ জন। এ দিন চান্দিনা ও ব্রাহ্মণপাড়ায় দুইজনসহ জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ১০৮ জন। 

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর