করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত ও হতাহতের ঘটনা কমেছে। লন্ডনভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান 'অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স'-এর গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণায় বলা হয়েছে, এই বছর এপ্রিল ও জুলাই মাসের মধ্যে বিস্ফোরকের আঘাতে সাধারণ মানুষ নিহত কিংবা আহত হওয়ার সংখ্যা গত বছর একই সময়ের তুলনায় ৫৮ শতাংশ কম। আবার সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন ও সোমালিয়ায় সহিংস ঘটনা ঘটার খবরও কমেছে।
সিরিয়ায় সংঘাতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা কমেছে অন্তত ৭৮ শতাংশ। তবে বিশ্বে গুটিকয়েক দেশের মধ্যে লিবিয়ায় সম্প্রতি বেড়েছে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা।
বিডি প্রতিদিন/এমআই