ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক দরবেশ আলী খানের সহধর্মিণী হোসনে আরা খান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
পরিবারের সদস্যরা জানান, কয়েক সপ্তাহ গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হোসেনে আরা খান ছিলেন দেশের প্রখ্যাত ম্যাজিশিয়ান জুয়েল আইচের শাশুড়ি।
বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হয়। ১৯৮২ সালে দরবেশ আলী খান মারা যান। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত