রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন-রোকসানা ফেরদৌসি পুতুল (৫৫) ও তামান্না রহমান রুমা (৫০)। মঙ্গলবার সন্ধ্যায় তারা দুজন মারা যান।
মৃত রোকসানা ফেরদৌসি পুতুল ‘বরেন্দ্র উন্নয়ন ফেরাম’ নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়কারী। তার বাড়ি নগরীর বালিয়াপুকুর এলাকায়। আর তামান্না রহমান রুমা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উপপরিচালক ছিলেন। তার বাড়ি রাজশাহী মহানগরীর কাজিহাটা এলাকায়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকসানা ফেরদৌসি মারা যান। আর সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তামান্না রহমান। দুজনেই দুই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
রাজশাহীর কোয়ান্টম ফাউন্ডেশনের সমন্বয়কারী অ্যাডভোকেট মেহেদি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই