১৯ অক্টোবর, ২০২০ ১৭:২৫

বিশ্বে করোনায় আক্রান্ত রোগী ৪ কোটি ছাড়াল

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় আক্রান্ত রোগী ৪ কোটি ছাড়াল

প্রতীকী ছবি

সারা বিশ্বে করোনা (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা চার কোটি ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩ লাখ ৪৮ হাজার ২৩৭ জন। একই সময় বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ১৯ হাজার ৩০৫ জন। আর সারাবিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা প্রায় ৩ কোটি ১ লাখ ৪৬ হাজার ৫০১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ লাখ ৮৮ হাজার ১৩ জন। দেশটিতে করোনায় মারা গেছে ২ লাখ ২৪ হাজার ৭৩২ জন। 

ক্ষতিগ্রস্তে দ্বিতীয় ভারতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ৫০ হাজার ২৭৩। দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৬৪২ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫২ হাজার ৩৫ হাজার ৩৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৯০৫ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ জানুয়ারি চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয়। যদিও এর ঘোষণা দেওয়া হয় ১১ জানুয়ারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯ ’ করে ১১ ফেব্রুয়ারি।

আর ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে করোনা রোগী প্রথম শনাক্ত হয় ৮ মার্চ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর