ইতালির ছোট্ট শহর হ্যামলেটে দেখা মিলল এক অদ্ভুত ব্যাপারের। সেখানে থাকেন জিওভান্নি ক্যারিলি (৮২) এবং জিম্পিয়েরো নোবিলি (৭৪) নামে মাত্র দুইজন। কিন্তু তা সত্বেও তাঁরা কঠোরভাবে মেনে চলেছেন কোভিড -১৯ এর সমস্ত বিধি।
সিএনএন-এর একটি রিপোর্টে বলা হয়েছে, ওই শহরে তাদের কোনও প্রতিবেশী নেই, তবুও অবসরপ্রাপ্ত এই প্রবীণরা কোনও ধরণের ঝুঁকি নিতে চান না। এই শহরটি পেরুজা প্রদেশের উম্বরিয়াতে অবস্থিত। তবে এই শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি প্রায় ৯০০ মিটার উঁচুতে অবস্থিত। সেখানে যাওয়া এবং আসাও বেশ দূরহ ব্যাপার। এত উচ্চতা সত্বেও সেখানে মাস্ক পড়েন ক্যারোলি এবং নোবিলিও।
ক্যারোলি আবার সিএনএনকে জানিয়েছেন, এই ভাইরাস থেকে মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তবে আমার দেখাশোনা কে করবে? আমার বয়স হয়েছে, তবে আমি আমার ভেড়া, গরু, মৌমাছি এবং বাগানের যত্ন নিতে এখানে থাকতে চাই। আমি আমার জীবনটা খুব ভালভাবে কাটাচ্ছি।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ