চীন থেকে উড়ে আসা হলুদ ধুলা থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এ জন্য দেশটি তাদের জনগণকে সতর্ক করেছে। এই সতর্কবার্তা দেওয়ার পর দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তাগুলো বৃহস্পতিবার প্রায় জনশূণ্য ছিল।
উত্তর কোরিয়া করোনাভাইরাস ঠেকাতে গত জানুয়ারি থেকে সীমান্ত বন্ধ করে দেওয়াসহ কড়া সতর্কতা অবলম্বন করছে। তবে ধুলা এবং করোনার মধ্যে কোনো সংযোগ রয়েছে কি না, তা এখন জানা যায়নি।
শুধু উত্তর কোরিয়া নয় ধুলার থেকে করোনা ছড়ানোর শঙ্কায় রয়েছে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। দেশটিও জনগণকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ