বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতের মাঝেই যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় জরুরি ব্যবহারের অনুমোদন পেল ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিজেনেরন ফার্মাসিউটিক্যালস ইনকরপোরেটেডের অ্যান্টিবডি থেরাপি।
রিজেনেরনের থেরাপিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসায় ব্যবহৃত হয়েছিল। এই থেরাপির প্রয়োগ করোনা থেকে সেরে ওঠতে সাহায্য করেছিল বলে জানিয়েছিলেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ গতকাল শনিবার রিজেনেরনের কোভিড-১৯ অ্যান্টিবডি থেরাপির জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তবে সবার ক্ষেত্রে থেরাপিটি প্রয়োগ করা যাবে না। করোনা পজিটিভ ১২ বছর বয়সী শিশু ও তদূর্ধ্ব ব্যক্তি, যাদের শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, কেবল তাদের ক্ষেত্রেই রিজেনেরনের অ্যান্টিবডি থেরাপি ব্যবহার করা যাবে। ক্যাসিরিভিম্যাব ও ইমডেভিম্যাব নামের দুটি অ্যান্টিবডির সমন্বয়ে রিজেনেরনের থেরাপিটি তৈরি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ