কুষ্টিয়ায় ফের করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭টি নমুনা পজিটিভ আসে। আক্রান্তের হার ১১.৫৭ শতাংশ।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে কুষ্টিয়া সদরে ১৬ জন এবং একজন আক্রান্ত হয়েছে কুমারখালী উপজেলায়। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৪২ জন।
এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৮৩ জন। সুস্থতার হার ৯৫.৫১ শতাংশ। জেলায় এখন অব্দি মারা গেছেন ৮০ জন করোনা আক্রান্ত রোগী।
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্থানীয় প্রশাসন মাস্ক ব্যবহারের প্রতি জোর দিচ্ছে। প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও মাস্ক ছাড়া বাইরে বেরোনোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই