২৩ নভেম্বর, ২০২০ ১৫:২৪

কভিড-১৯: যতটা কার্যকর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন

অনলাইন ডেস্ক

কভিড-১৯: যতটা কার্যকর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন

ব্রিটেনে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্টাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ৭০.৪ ভাগ সুরক্ষা দিতে পারে বলে তথ্য প্রকাশ করা হয়েছে। আজ সোমবার দুপুরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কার্যকারিতা সংক্রান্ত খবরটি প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

বড় পরিসরের ট্রায়ালে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। এ ট্রায়ালে বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নিয়েছিলেন।   

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সুরক্ষার মাত্রা ৯০ ভাগ পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখছেন গবেষকরা। পাশাপাশি এ ভ্যাকসিন অনেকের জীবন রক্ষা করবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর