২৬ নভেম্বর, ২০২০ ১২:৪২

এক শতাব্দী পর স্বাস্থ্যখাতে সবচয়ে বড় সঙ্কটে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

এক শতাব্দী পর স্বাস্থ্যখাতে সবচয়ে বড় সঙ্কটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনায় নিহতদের স্মরণে এই স্মারক

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও ২০৪৬ জনের মৃত্যু হয়েছে। একদিনের মৃত্যুর এ সংখ্যা গত মে মাসের শুরুর সময়ের মৃত্যুর সংখ্যার চেয়েও বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারীর পর স্বাস্থ্যখাতে সবচেয়ে বড় সঙ্কটে পড়েছে যুক্তরাষ্ট্র। করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হতে থাকায় এ অবস্থার শীঘ্র উন্নতির কোনো সম্ভাবনাও নেই।

মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ১ লাখ ৩১ লাখের বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা নিয়ে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। বর্তমানে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে মোট ২ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। চলতি বছরের ১৯ ডিসেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াতে পারে ২ লাখ ৯৪ হাজার থেকে ৩ লাখ ২১ হাজারের মধ্যে। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর