করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে যাদের অ্যালার্জি আছে তারা কী করবেন? টিকা কি তারা দেবেন না? নাকি দেবেন? এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
নির্দেশিকায় বলা হয়েছে, করোনার টিকার প্রথম ডোজ দেওয়ার পর যাদের অ্যালার্জির গুরুতর প্রতিক্রিয়া দেখা দেবে, তাদের দ্বিতীয় ডোজ নেওয়া উচিত হবে না।
ফাইজারের টিকা দেওয়ার পরই যুক্তরাষ্ট্রে অ্যালার্জি প্রতিক্রিয়ার বিষয়টি সামনে আসে। এরপর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। নির্দেশিকা জারি করল সিডিসি। দিচ্ছে অ্যালার্জিসংক্রান্ত বিষয়ে পরামর্শও। শুধু তাই নয় যেসব টিকার ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়ার রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেগুলোর ওপর নজরদারি চালাচ্ছে সিডিসি।
সূত্র : সিএনএন
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ