করোনার ভ্যাকসিন নিলে যে কোনও সমস্যা হবে না, আমেরিকার জনগণকে তা বোঝাতে এবার আসরে নামন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। তিনি করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন নিলেন, আর তা লাইভ সম্প্রচারও করা হয়েছে। খবর রয়টার্স ও এবিসি নিউজের।
স্থানীয় সময় সোমবার ডেলাওয়্যার খ্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে তিনি মারণভাইরাস করোনার টিকা গ্রহণ করেন। বাইডেন টিকা নেওয়ার পর মার্কিনিদের টিকা নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি এটি করছি (টিকা নেওয়া) মানুষকে বুঝানোর যে, উদ্বেগের কিছু নেই। ভ্যাকসিন যখন সহজলভ্য হয়ে যাবে তখন টিকা নেওয়ার জন্য মানুষকে প্রস্তুত করা উচিত।
ভিডিও
বিডি-প্রতিদিন/শফিক