করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কম্পিউটার বিভাগের পরিচালক আবু নাসের মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাজা শেষে তাকে রাজধানীর রায়ের বাজার গোবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম এ মাননান গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন।
বিডি প্রতিদিন/এমআই