প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আরও দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা। দেশটিতে ব্যাপক সংক্রমণের পাশাপাশি দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিলও। দেশটিতে ফের একদিনে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে করোনায়।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছে ১ লাখ ৯৯ হাজারের বেশি।
আগের দিন ২ লাখের বেশি সংক্রমিত হলেও মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৯৭৮ জন। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে প্রায় ১৪শ’।
বিডি প্রতিদিন/কালাম