মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে এবার বেশি করে ‘তাড়ি’ খাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টির নেতা ভীম রাজভর। তার দাবি, তাড়ির রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তাড়ি গঙ্গার পানি থেকেও বেশি বিশুদ্ধ।
আর এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির রোল উঠেছে। সোমবার রাসরাতে বিএসপি-র একটি অনুষ্ঠানে ভীম বলেন, ‘যদি কেউ তাড়ি খান অনেক বেশি পরিমাণে, তাহলে তার করোনার কোনও ভয় নেই। রাজভর পরিবারে শিশুরা ছোট থেকে বড়ই হয় ‘তাড়ি’ খেয়ে।’
নেতার মুখে এই সব কথা শুনে কে কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই অস্বস্তিতে পড়েন।
সমাজবাদী পার্টির নেতা ওম প্রকাশ রাজভর অবশ্য বলেন, ‘কিছু মানুষ ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। তাদের কথা বিশ্বাস না করাই উচিৎ। এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকাই ভাল।’ সূত্র: নিউজ এইটিন।
বিডি প্রতিনিধি/আবু জাফর