বিশ্বজুড়ে এখন পর্যন্ত (শুক্রবার বেলা ১১টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার ২১৪ জন। এই সময়ের মধ্যে এ ভাইরাসে সারাবিশ্বে মোট মারা গেছে ১৭ লাখ ৪৯ হাজার ৫২৮ জন। এ ভাইরাস থেকে একই সময়ে মোট সুস্থ হয়েছেন ৫ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৫৬১ জন।
একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৯১ লাখ ১১ হাজার ৩২৬ জন। আর দেশটিতে এ ভাইরাসে মোট মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার ৬৬ জন।
বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় আছে ২ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৯৪৪ জন মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ১৯ হাজার ১২৩ জন। দেশটিতে এখন করোনায় আক্রান্ত অবস্থায় আছে ৭৫ লাখ ৫৫ হাজার একশ ৩৭ জন। সেই হিসাবে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ বর্তমান করোনা রোগী যুক্তরাষ্ট্রে।
বিশ্বে করোনায় মৃত্যুর হার ৩ শতাংশ এবং সেরে ওঠার হার ৯৭ শতাংশ। আর যুক্তরাষ্ট্রে সেরে ওঠার হার একই। বিশ্বে এখন গুরুতর অবস্থায় আছে ১ লাখ ৬ হাজার ২৫০ জন মানুষ। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ২৮ হাজার ৭৭৫ জন আছেন।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ