করোনা মোকাবিলায় ১৬ ডিসেম্বর থেকে জার্মানিতে কঠোর লকডাউন আরোপ করা হলেও প্রতিদিন ব্যাপকহারে বেড়েই চলছে সংক্রমণ। এমন অবস্থায় জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক এবং মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন আগামীকাল রোববার থেকে জার্মানিতে দেয়া শুরু হবে। এ লক্ষ্যে শনিবার দেশটির ১৬টি রাজ্যে ভ্যাকসিনের ডোজ পৌঁছে দেয়া হয়েছে। খবর ডয়চে ভেলে’র।
প্রাথমিকভাবে, আগামীকাল দেশব্যাপী ২৭টি কেন্দ্র থেকে ভ্যাকসিন প্রদান করা হবে। পরবর্তীতে ভ্যাকসিন কেন্দ্র এবং মোবাইল ভ্যাকসিন টিমের মাধমেও করোনার ভ্যাকসিন দেয়া হবে।
জানা গেছে, প্রথমে ৮০ বছরের বেশি বয়সীদের ও বৃদ্ধাশ্রম এবং হাসপাতালের কর্মীদের করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। পরবর্তীতে আগামী গ্রীষ্মের মধ্যেই সমস্ত বাসিন্দাদের জন্য করোনাভাইরাসের টিকা সরবরাহ করা সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ইয়ান্স স্পান।
বিডি প্রতিদিন/হিমেল