ভারতে রবিবার দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত প্রায় ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭৩২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা শনিবারের থেকে হাজার চারেক কম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ভারতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখ ৮৭ হাজার ৮৫০ জন।
এছাড়া আপাতত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৬২২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য বেশি।
আক্রান্তের সংখ্যা কমলেও সামান্য চিন্তা বাড়িয়েছে দৈনিক সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২১ হাজার ৪৩০ জন। যা শনিবারের থেকে অনেকটা কম। আপাতত মোট অ্যাকটিভ কেস ২ লাখ ৭৮ হাজার ৬৯০ জন।
এই মুহূর্তে দেশের সার্বিক সুস্থতার হার প্রায় ৯৫.৭৫ শতাংশের কাছাকাছি। এখন পর্যন্ত করোনা জয়ীর সংখ্যা ৯৭ লাখ ৬১ হাজার ৫৩৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৯ লাখ ৪৩ হাজার জনের।
সূত্র : সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/এমআই