ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশের মধ্যে একাধিক দেশ আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু করেছে। শুক্রবার থেকে আরও কয়েকটি দেশে করোনার টিকা সরবরাহ করা হচ্ছে। টিকা নিরাপদ এই বার্তা দিতে একযোগে টিকা দেওয়া শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। এরইমধ্যে প্রথম ধাপে ১০ হাজার ডোজ করে একেকটি দেশে পাঠানো হচ্ছে। জানুয়ারি টিকা সরবরাহ আরও সহজলভ্য হলে এ পরিমাণ আরও বাড়বে। বেলজিয়ামের একটি কারখানা থেকে ফাইজার-বায়োনটেকের এই টিকা সরবরাহ করা হচ্ছে।
অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশের চিকিৎসক, নার্স ও বয়স্ক ব্যক্তিরা গতকাল রবিবার প্রথমবারের মতো টিকা নিয়েছেন।
জার্মানির বার্লিনের বয়ষ্কদের দেহে প্রয়োগের মধ্য দিয়ে করোনার টিকা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৫ হাজার মানুষ এ টিকা পেলেও অন্যান্য প্রতিষ্ঠানের ভ্যাকসিন পৌঁছাতে শুরু করলে টিকাদান কেন্দ্র বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
করোনার প্রতিষেধকের প্রথম চালান পৌঁছেছে স্পেনে। রবিবার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন বহনকারী একটি ট্রাক বেলজিয়াম থেকে স্পেনে পৌঁছায়। দেশটির সেনাবাহিনীর তত্ত্বাবধানে পূর্বনির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে ভ্যাকসিন বিতরণ করা হয়।
এক স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগের মধ্য দিয়ে ইতালিতেও শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। করোনার প্রতিষেধক দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বেলজিয়াম। তিনটি বৃদ্ধাশ্রমে প্রাথমকিভাবে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা