আপত্তির পর অবশেষে প্রবল চাপে পরে কোভিড রিলিফ বিলে স্বাক্ষর করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর আগে বিলটিকে ‘জঘন্য’ বলে ব্যাখ্যা দেন তিনি। সই করতে আপত্তি জানান।
ট্রাম্প সই করায় কংগ্রেসে বিপুল ভোট পাওয়া বিলটি আইনে পরিণত হলো। বিশেষজ্ঞ বলছেন, ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের চাপের মুখে বিলটিতে সই করতে বাধ্য হয়েছেন ট্রাম্প।
২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণার এই বিল কিছুদিন আগেই পাস হয় মার্কিন কংগ্রেসে। নির্বাচনের আগে থেকেই ডেমোক্র্যাটরা এই বিলের দাবি করছিল। বস্তুত, এই প্যাকেজে সব শ্রেণির অ্যামেরিকান উপকৃত হবেন। স্বাস্থ্য, ব্যবসায় বিপুল পরিমাণে প্রণোদনা দেওয়া হবে। অর্থনীতি যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে, তার জন্যই এই আর্থিক প্যাকেজের ব্যবস্থা। একই সঙ্গে কোভিড ভ্যাকসিন সকলের কাছে পোঁছে দেয়ার জন্যও একটি বাজেট ধরা হয়েছে বিলে।
কিন্তু বিলটিকে সমর্থন করেছিলেন রিপাবলিকানদের একটি বড় অংশ। বিশেষজ্ঞদের দাবি, তাঁদের চাপেই শেষ পর্যন্ত বিলটিতে সই করেন ট্রাম্প। সই করার আগে একটি টুইটও করেন তিনি।
সূত্র: রয়টার্স, এপি, এএফপি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ