করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেইন। দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি ব্রিটেনে সংক্রমনের অনুরূপ ভিন্ন ধরণের করোনাভাইরাস আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বার্তাসংস্থা এএফপি’র বরাতে জানা যায়, কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানিয়েছে, এই তিন ব্যক্তি লন্ডন ভিত্তিক পরিবারের সদস্য। ২২ ডিসেম্বর তারা দেশে আসে। কেডিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আসার পর কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ ধরা পড়ায় তাদেরকে কোরেনটাইনে রাখা হয়েছিল।
এ মাসের শুরুর দিকে ভাইরাসের নতুন ধরণটি ব্রিটেনে এবং ইতোমধ্যে বেশ ক’টি ইউরোপীয় দেশ ও পাশাপাশি কানাডা, জর্ডান এবং জাপানে ছড়িয়ে পড়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ