শপথ নেওয়ার কয়েকদিন আগেই করোনাভাইরাসে মৃত্যু হয়েছে নবনির্বাচিত মার্কিন কংগ্রেসম্যান লুক লেটলোর। ৩ জানুয়ারি লুইজিয়ানার কংগ্রেসম্যান হিসেবে তার শপথ গ্রহণের কথা ছিল।
মৃত্যুকালে রিপাবলিকান দলের এ রাজনীতিবিদের বয়স হয়েছিল ৪১ বছর। মঙ্গলবার লুক লেটলোর মুখপাত্র তার মৃত্যুর খবর নিশ্চিত জানিয়েছে।
লেটলোর পারিবারিক প্রতিনিধি অ্যান্ড্রু বাউচ জানান, গত কয়েকদিন ধরে সবাই অনেক প্রার্থণা করেছেন, সমর্থন জানিয়েছেন। এ জন্য ধন্যবাদ। কিন্তু এমন কঠিন ও অপ্রত্যাশিত সময়ে আমরা গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নালের
বিডি প্রতিদিন/ফারজানা