করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক প্রফেসর ডা. লুৎফর কাদের লেলিন। বুধবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, প্রায় তিন সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন ডা. লেলিন। সর্বশেষ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. লেলিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন ইস্কাটন এলাকায়। ২০০৬ সাল থেকে তিনি মেডিকেল অফিসার হিসেবে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে যুক্ত হন। পরবর্তীতে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগে দায়িত্ব পালন করেন।
ডা. লুৎফর কাদের লেনিনের মৃত্যুতে বার্ন ইনস্টিটিউটের সব ডাক্তার শোকপ্রকাশ করেছেন। সেইসঙ্গে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ