কারোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেডেই চলেছে। এমন পরিস্থিতিতে স্বস্তির বার্তা এনেছিল ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। তবে এ ভ্যাকসিন নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনা। জানা গেছে, ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন গ্রহণের পাঁচদিন পর সুইজারল্যান্ডে ৯১ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
তবে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের সংশ্লিষ্টতা না থাকার সম্ভাবনা খুব বেশি। বুধবার সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
জানা গেছে, ভ্যাকসিন নেওয়ার পর মারা যাওয়া ঐ বৃদ্ধা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন।
সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা দ্য সুইসমেডিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, লুসার্ন শহরে গত সপ্তাহে করোনা ভ্যাকসিন গ্রহণ করা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি মঙ্গলবার স্থানীয় একটি নার্সিংহোমে মারা গেছেন। তবে এর সঙ্গে ভ্যাকসিনের সংশ্লিষ্টতা না থাকার সম্ভাবনা খুব বেশি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ