কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড আছেন চাপে। কারণ তার অর্থমন্ত্রী মন্ত্রী ছুটিতে ঘরে থাকবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেই বেড়াতে গেছেন ক্যারাবিয়ান দ্বীপে। মহামারী করোনার মধ্যে নিজের সরকারের উপদেশ অমান্য করে বেড়াতে যাওয়া সেই মন্ত্রীর নাম রোড ফিলিপ। বড়দিনের ছুটিতে তিনি বাড়িতে থাকবেন বলে পোস্ট দিয়েছিলেন। মঙ্গলবার প্রকাশিত হয়, তিনি ডিসেম্বরের মাঝামাঝি তিনি উড়ে গেছেন সেন্ট বার্টস দ্বীপে। অথচ তার সরকারই উপদেশ দিচ্ছে, করোনা মহামারীর কারণে অপ্রয়োজনীয় ভ্রমণ না করতে।
বুধবার অন্টারিওর প্রিমিয়ার ফোর্ড স্বীকার করেছেন, তিনি দুই সপ্তাহ আগে থেকেই তার মন্ত্রীর বেড়াতে যাওয়ার বিষয়টি জানতেন। এজন্য চাপেও পড়েছেন তিনি। ফোর্ড বলেছেন, তার উচিত ছিল মন্ত্রীকে দ্রুত কানাডায় ফেরার নির্দেশ দেওয়া।
অন্টারিওর প্রিমিয়ার ফোর্ড আরও বলেন, তিনি (মন্ত্রী) আমাকে ভ্রমণে যাওয়ার বিষয়ে কিছু জানাননি। কাউকেই জানাননি।
মন্ত্রী ফিলিপ ফিরে আসলে তার এ আচরণের কৈফিয়ত চাইবেন বলেও জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা